Shareyt এ অনেক কাজ পাওয়া যায় Pinterest এ। এজন্য আগে নিজের একটা Pinterest account add করতে হবে Shareyt এ। নিয়ম জানতে এখানে click করুন।
যদি Shareyt এ কাজ করার সময় Shareyt বারবার আপনার Facebook, Twitter, LinkedIn, Stumbleupon, Delicious, Diigo বা অন্যান্য account এর username ও password চাই, তাহলে কাজের পূর্বে account গুলো remember করে রাখুন। নিয়ম জানতে এখানে click করুন।
Pinterest এ কাজ করার নিয়ম
Pinterest এ ৩ ধরনের কাজ করা যায়। এগুলো হলো :
যদি Shareyt এ কাজ করার সময় Shareyt বারবার আপনার Facebook, Twitter, LinkedIn, Stumbleupon, Delicious, Diigo বা অন্যান্য account এর username ও password চাই, তাহলে কাজের পূর্বে account গুলো remember করে রাখুন। নিয়ম জানতে এখানে click করুন।
Pinterest এ কাজ করার নিয়ম
Pinterest এ ৩ ধরনের কাজ করা যায়। এগুলো হলো :
- Pin and Repin
- Pinterest Follow Users
- Pin Likes
তো চলুন দেখি কি করে এগুলোতে কাজ করতে হয়।
1. Pin and Repin:
Shareyt এ login করার পর Earn Coin থেকে Pinterest > Pin and Repin নিচের ছবির মত select করুন।
তাহলে নিচের মত একটা page আসবে।
এগুলো সবই হলো Pinterest এর কাজ। এগুলোর "Repin" লেখার উপর ক্লিক করুন। তাহলে নিচের মত আরেকটা page আসবে।
এই page এ "Pin it" লেখাটার উপর ক্লিক করতে হবে। তাহলে নিচের মত আরো একটি পেজ আসবে।
এই কাজটি যদি Pinterest এ আপনার সর্বপ্রথম কাজ হয়, তাহলে আপনাকে একটি Board বানাতে হবে। এজন্য ইচ্ছামত নাম দিয়ে একটি board বানান। আমি BBBB নামে একটি board বানিয়েছি। এই board শুধুমাত্র একবার বানানো লাগে, আর কখনো বানানো লাগে না।
তো যাই হোক, এই page এ "Pin it" এর উপর ক্লিক করুন। তাহলে এটি pin করা হয়ে যাবে। এরপর যে page টি আসবে তা close করে দিলেই আপনি coin পেয়ে যাবেন। কিন পেলে নিচের মত একটা লেখা আসবে।
2. Pinterest Follow Users:
Pinterets Follow Users এ গিয়ে "Follow me" তে click করবেন নিচের ছবির মত।
তাহলে একটি নতুন window আসবে। Window টি দেখতে নিচের ছবির মত হবে।
এখানে "Follow All" এ click করবেন। তাহলে দেখবেন ওখানে "Unfollow" লেখা দেখাচ্ছে। তখন window টা close করে দিবেন। তাহলেই আপনি coin পেয়ে যাবেন। আর তখন নিচের মত লেখা দেখাবে।
2. Pinterest Follow Users:
এখান থেকেও আপনি coin কমাতে পারবেন। Pinterest এর মধ্যে Pin Likes এ যান। তাহলে নিচের মত একটা পেজ পাবেন।
এখানে "LIKE" এ click করবেন। তাহলে কিছুক্ষণ পর দেখবেন like এর পাশে একটি সংখ্যা বেড়ে গেছে। তারপর আপনি window তা close করে দিন। তাহলে নিচের মত একটা লেখা দেখতে পাবেন ও নির্ধারিত coin পেয়ে যাবেন।
এভাবে Pinterest এ কাজ করতে হয়। কাজ নিয়ে কোনো সমস্যা থাকলে comment করুন।