Earn real easy money from Shareyt. Learn HOW TO WORK IN Shareyt by doing micro works (Shareyt Works) that does not require any special training. MAKE EASY CASH from online and get Shareyt Tips and FULL TUTORIAL on Making Money From Shareyt... তো অপেক্ষা না করে Shareyt এ টাকা কামাই করুন ও টাকা নিজের bKash একাউন্ট এ নিয়ে আসুন !!

Monday, February 17, 2014

Shareyt এ Sign Up ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য


Shareyt  সম্পর্কে তো জানা হলো মোটামুটি, now lets see "How to create account in Shareyt"। এই পোস্টটিতে Shareyt এ Account খোলা ও account  নিয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ ও সতর্কতামূলক কথা বলা হবে তাই মন দিয়ে পোস্টটি পড়ুন।



Shareyt Sign Up Page


কীভাবে Shareyt এ Account খুলবেন?

Shareyt এ আপনার Account খোলার জন্য এই লিঙ্ক এ যান (shareyt .com)।  এরপর যে পেজটি আসবে, সেখানে এই ছবিটিতে click করুন।

Shareyt

তারপর আরেকটি পেজ আসবে নিচের ছবির মত।

Shareyt Sign Up Page

এখানে আপনি আপনার যাবতীয় তথ্য দিয়ে register করুন। আপনি শুধু Gmail ও Yahoo দিয়ে register  করতে পারবেন। সব তথ্য দিয়ে Sign Up এ click করলে আপনার email এ একটি mail যাবে ও সেখানে আপনার account activation link থাকবে। mail এ পাঠানো activation link টিতে click করলেই তৈরী হযে যাবে আপনার Shareyt account!!! আপনার account অ ২৫ coin বোনাস হিসেবে সাথে সাথেই জমা হযে যাবে। এভাবেই আপনি register করুন। 

কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা!!!

আপনি আপনার PC দিয়ে শুধুমাত্র একটি account খুলবেন। টাকার লোভ সবারই আছে, কিন্তু তাই বলে এখানে একের বেশি account খুললে ঠেলাটা বুঝবেন coin earn করার সময় ও টাকা তোলার সময়। তবে আপনার account banned হবার সম্ভবনা সবচেয়ে বেশি!!! Shareyt এর কথাটা পড়ুন 
We strongly recommend users to operate only 1 Shareyt account and
NOT to create more than 10 accounts under any circumstances.
- Becoming your own referral, trying to exploit referral bonuses unethically will result in account suspension.

এখানে একজনকে একটা account খোলার কথা বলা হযেছে ও ১০ টার বেশি account খুলতে খুব কঠোরভাবে নিষেদ করা হযেছে আপনি চাইলে নিজের ঝুকি ও লোভ মেটাতে একের অধিক account খুলতে পরেন, কিন্তু এরপর দেখবেন আপনার account গুলোর কি হয়!!! 

তো কি করে আপনি একের অধিক Account খুলবেন?

আপনি চাইলে একের বেশি account খুলতে পারেন, কিন্তু তার জন্য কিছু নিয়ম অবশ্যয় অবশ্যয় অনুসরণ করতে হবে। একটু বলি তাহলে কি করে এই কাজটি করবেন।

Shareyt আপনার account এর খোঁজখবর রাখে আপনার IP Address এর মাধ্যমে। এজন্য আপনি যখন একটি PC তে একের অধিক account খুলবেন, তখন Shareyt বুঝতে পারবে যে আপনার IP Adress দিয়ে আগে already একটা account খোলা হযেছে, তাই Shareyt আপনাকে বলবে "Too many accounts have been created using this IP Address." অর্থাৎ আপনি আপনার IP Address এর জন্য ধরা পরে যাবেন ও আপনার নিজের ওই IP Address দিয়ে আর একাউন্ট খুলতে পারবেননা। আর আপনি একটি PC দিয়ে বেশি account খুলতে পারবেননা কারণ আপনার PC দিয়ে আপনি একটা internet চালান। হয় সেটা modem, নাহয় সেটা broadband. আর আপনার  modem / broadband এর IP Address একটি। এজন্য ওই modem / broadband দিয়ে বেশি account খুলতে গেলেই আপনাকে ওরা ধরে ফেলবে। 

তো একটু চিন্তা করুন তো যে, এমন কি করলে Shareyt বুঝতে পারবে নে যে আপনার PC দিয়ে আপনি অনেক account খুলছেন??
আপনি যদি কোনোভাবে আপনার IP Address লুকাতে পারেন, তাহলে শুধু Shareyt কেন, দুনিয়ার কেওই আপনার IP Address জানতে পারবে না ও ফলে আপনি ধরাও পরবেন না!!!

এখন কথা হচ্ছে, কি করে আপনি আপনার IP Address লুকাবেন বা hide করবেন? নিম্নে কিছু পদ্ধতি উল্লেখ করা হলো। 
  • আপনি বিভিন্ন software ব্যবহার করে আপনার IP Address কে hide করতে পারেন। এরকম কিছু software হলো Hide IP, Mask My IP ইত্যাদি। আপনি internet এ শুধু ২ মিনিট দেখলেই এরকম হাজার হাজার software পাবেন। এই software দিয়ে আপনি একটিমাত্র PC তে একটিমাত্র internet line (modem / broadband) ব্যবহার করেই একাধিক একাউন্ট খুলতে পারবেন। তবে এটি যে সবসময় কাজ করবে, তা বলা যায় না। 
  • আপনি যদি software ব্যবহার করতে না চান, তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যদি একাধিক internet line (modem / broadband) ব্যবহার করেন। তবে এটির জন্য বেশি টাকা লাগে এবং বেশিরভাগ মানুষই শুধুমাত্র একটি  internet line ব্যবহার করেন। তবে যদি কোনো কারণে আপনার ২/৩ টা internet line থাকে, তাহলে আপনি ২/৩ টা account খুলতে পারবেন।
  • আপনি যদি broadband internet line ব্যবহার করেন, তাহলে ইচ্ছা করলে অন্যের IP ও MAC (Physical Address) hack করে ব্যবহার করতে পারেন (যদি আপনি hacking জানেন)। এতে আপনি দুইটা IP পাবেন। আপনারটা ও অন্যের hack করা IP টা। মানে আপনি এখন ২ তা account খুলতে পারবেন। এভাবে যত IP হক করতে পারবেন, তত account খুলতে পারবেন। 
এভাবে আপনি একের অধিক account খুলে ব্যবহার করতে পারবেন। তবে কখনই ১০ টার বেশি account না খোলায় ভালো। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি শুধুমাত্র একটি account ব্যবহার করেন। তাহলে কষ্ট করে এত কিছু নিয়ম মেনে অধিক account খোলার ঝামেলা পোহাতে হবে না। আমি নিজেও শুধুমাত্র একটি account ব্যবহার করি।



তো যাই হোক, আপনার একাউন্ট খুলে নিন এখান থেকে ও টাকা কামাই করা শুরু করুন!!!!!  

3 comments:

  1. একই পিসি তে দুইটা আলাদা মডেম ও আলাদা সিম ব্যবহার করে কি দুইটা একাউন্ট ব্যবহার করা যাবে?
    ধরেন জিপি মডেম আর টেলিটক মডেম। মডেম পরিবর্তন করলেই কি আইপি পরিবর্তন হয়? Please......tell me....brother....

    ReplyDelete
    Replies
    1. yup, possible.. ei topic niye ekta in depth tutorial likhbo. stay tuned.

      Delete
  2. ak pc te 3ta browser diye 3ta id use korle kono problem hobe?

    ReplyDelete